ম্যাচ জিততে ‘টসে’র অনুশীলন ঋতুরাজের, কেন হারলেন পঞ্জাবের সঙ্গে জানালেন নিজেই

0 41

‘আমি এখন টস প্রাক্টিস করছি’ ম্যাচ হেরে জবাব চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলের শুরুতেই মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছিলেন এই মরশুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন না তিনি। তারপরেই সেই গুরু দায়িত্ব গিয়ে পরে ঋতুরাজ গায়কোয়াড়ের উপরে। আইপিএল খুব একটা খারাপ নেতৃত্ব দিচ্ছেন তাও নয়। তাঁর নেতৃত্বে প্লে অফের দৌড়ে এখনও রয়েছে চেন্নাই। ১০ ম্যাচে ৫০৯ রান করে বিরাটকে টপকে কমলা টুপির মালিক বর্তমানে তিনিই। রয়েছে ১০৮ রানের অপরাজিত একটি ইনিংসও। তবে ক্যাপ্টেন হওয়ার পর থেকেই একটি বিষয়ে বাধ সেজছে। তা হল টস। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টসে হারতে হয়েছে চেন্নাই অধিনায়ককে। তার ফলেই পরিকল্পনা মতো আগে ব্যাট বা বল করতে পারছে না তাঁরা। আর তাই নাকি হারতে হয়েছে ম্যাচ।

বুধবার পঞ্জাবের কাছে হারের পর অন্তত এমনটাই দাবি ক্রিকেট মহলের একাংশের। টসে জিতে আগে বল করার সিধান্ত নেয় পঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রয়োজনীয় রান তুলতে পারেনি ধোনিরা। আর তাই ছিল হারের মূল কারণ। ফলে পরের দিকে পঞ্জাব সহজেই রান তুলে দেয়। তবে প্রথম ব্যাট করতে নেমে ঐ স্টেডিয়ামে বেশি রান করা শক্ত, অন্যদিকে পরে যারা ব্যাট করছে তাঁদের জন্য পিচটি ব্যাটিং অনুকূল হয়ে উঠেছিল। তাই প্রথমে বল করার সিধান্ত সঠিক বলে দাবি।

ম্যাচের পর ঋতুরাজ সেই কথা স্বীকার করেছেন। তিনি যে অনুশীলনের সময় টসের মহড়াও করছেন সে কথাও জানিয়েছেন চেন্নাই অধিনায়ক।

তাঁর কথায়, ‘অন্তত ৫০-৬০ রান কম তুলেছিলাম। আমরা ব্যাট করার সময় পিচ খুব সহজ ছিল না। পরের দিকে অনেক সহজ হয়ে যায়। ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রেও আমরা পিছিয়ে ছিলাম। প্রস্তুতির সময় টসের অনুশীলনও করি এখন।’

তিনি বলেন, ‘কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। এই পরিস্থিতিতেও যে গত ম্যাচে বড় ব্যবধানে জিতেছিলাম, এটা ভেবেই আমি অবাক।’তাঁর সঙ্গেই ঋতুরাজের সংযোজন ‘চোট এখন আমাদের কাছে বড় সমস্যা। অনেক সময় উইকেটের দরকার হয়। তখন হাতে মাত্র দু’জন বোলার থাকলে সেটা হয় নয়।’

Leave A Reply

Your email address will not be published.