দুঃসময়ে বন্ধু কাঞ্চনের পাশে দাঁড়াল দেব। উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে ভোট প্রচার ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেবের।
কাঞ্চন মল্লিককে দেখলেই নাকি ‘রিয়াক্ট’ করছেন গ্রামের মহিলারা, ‘ভালভাবে নিচ্ছেন না তাঁরা’ তাই ভোট প্রচারে গেলেও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের কথা ছিল ‘ওনার খারাপ লেগেছে কি না আমি ঞ্জানি না। তবে আমাকে তো ভোটটা করতে হবে। ওঁকে দেখলেই গ্রামের মহিলারা খুব রিয়াক্ট করছেন। ভাল ভাবে নিচ্ছেন না। আমি ওঁকে গ্রামের দিকে আসতে আগেই বারণ করেছিলাম।’
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই দিন গাড়ি থেকে নেমে গিয়েছিলেন দেব। পালটা কাঞ্চন বলেছিলেন, ‘আমি দলের বিধায়ক, দল যেখানে চাইবে আমি প্রচারে যাব। আর আমি তো বুঝতেই পারছি না কেন রিয়াক্ট করবেন। এটা যদি আমার বিয়ে নিয়ে হয়ে থাকে, তা হলে বেশ করেছি বিয়ে করেছি। এটা আমার ব্যাক্তিগত বিষয়।’
এই ঘটনার পরেই সমালোচনার ঝড় উঠেছিল সমাজমাধ্যমে। কেউ পাশে দাঁড়িয়েছেন কাঞ্চনের, তো কেউ আবার বলেছেন বেশ হয়েছে। তবে সেই সব কিছু সরিয়ে রেখে আবারও কাঞ্চনের পাশে দাঁড়াল তাঁর সহ অভিনেতা দেব। পাঁচ দিনের পরে ঘাটালে নিজের ভোট প্রচারে কাঞ্চন মল্লিককে সঙ্গী করে নিয়ে গেলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
দু-জনকেই দিন প্রচারে কাছে টেনে নেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। দেবের প্রচারে গিয়ে কাঞ্চন বাংলা সিনেমার মতোই বলেন, ‘হাত বাড়ালেই বন্ধু। আমি তৃণমূল কর্মী। যে প্রার্থী ডাকবেন, আমি যাব।’
প্রসঙ্গত, একজন তারকা প্রার্থীর হয়ে অন্য তারকার প্রচার নতুন কিছু নয়। এর আগে হুগলী কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে দেবকে।