প্রকাশ হল মাধ্যমিকের ফল। সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণা করেছেন। এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬, যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। মাধ্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ।যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৪,০৩,৯০০ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন ৫,০৮,৬৯৮ ।
এই বছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৫৭ জন পড়ুয়া। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার থেকে রাম ভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর সেন, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪।
দ্বিতীয়, পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, ৭০০ মধ্যে সাম্যপ্রিয়ের প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে ৩ জন পড়ুয়া। বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, ইলামবাজারের নিউ ইন্টিগ্রেট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুড়ি। মেয়েদের মধ্যেও প্রথম বীরভূমের পুষ্পিতা। আরেকজন নৈঋতরঞ্জন পাল নরেন্দ্রপুর হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১।
৬৯০ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল এবং পঞ্চম স্থানে রয়েছেন অর্ঘ্যদীপ বসাক।
৬৮৮ পেয়ে ষষ্ঠ হয়েছেন দক্ষিন দিনাজপুরের কৃষাণু সাহা, মালদহের মহম্মদ সাহারুদ্দিন, দক্ষিণ ২৪ পরগনার অলিভ গায়েন এবং পশ্চিম মেদিনীপুরের কৌস্তভ সাহু।
৬৮৭ পেয়ে সপ্তম স্থানে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক, সাত্বত দে। এ ছাড়াও বীরভূমের আরত্রীক সৌ, পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায় এবং কৌস্তভ মাল, দক্ষিণ ২৪ পরগনার আলেখ্য মাইতি। জায়গা করে নিয়েছে কোচবিহারের আসিফ কামাল।
৬৮৬ পেয়ে অষ্টম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের ইন্দ্রানী চক্রবর্তী এবং দেবজ্যোতি ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের ছাত্রী তনুকা পাল, নদিয়ার হৃদি মল্লিক।
৬৮৫ পেয়ে নবম স্থানে রয়েছেন সায়ক শাসমল, সাগর জানা, সাগ্নিক ঘটক, জিষ্ণু দাস, ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সায়নদীপ মান্না, অরণ্যদেব বর্মন, রনক ঘোষ, অস্মিতা চক্রবর্তী, বিশাল চন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম,চন্দ্র দীপ দাস, অরুনিমা চ্যাটার্জি, অন্বেষা ঘোষ, ধৃতিমান পাল।
দশম স্থানে রয়েছে ১৮ জন পরীক্ষার্থী। ভূমি সরকার, বিশাল মণ্ডল, সৌভিক দত্ত, অনীশ কোনার, মৌর্য পাল, অর্ণব বিশ্বাস, সম্পূর্ণা তা, নীলাঙ্কন মণ্ডল, সৌমিক খান, সৌমদীপ মণ্ডল, অগ্নিভ পাত্র, সম্পদ পারিয়া, ঋতম দাস, শুভ্রকান্তি জানা এবং ইশান বিশ্বাস, স্বর্ণালি ঘোষ, প্রাঞ্জল গাঙ্গুলি, সোমদত্তা সামন্ত। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৪।