Madhyamik Class 10 Result : রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, জানুন ফলাফল প্রকাশের সময় ও অনলাইনে ওয়েবসাইটে রেজাল্ট দেখার পদ্ধতি

0 219

২ মে প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফল। সকাল ৯টার সময় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন বা দশম শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা হওয়ার কথা। ৯টা ৪৫ মিনিট নাগাদ পর্ষদের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের লিংক দিয়ে দেওয়া হবে। (West Bengal Madhyamik Result, West Bengal Board of Secondary Education-WBBSE)। সকাল পৌনে দশটা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে। মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশের পরপরই স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট-এর ফল দেখতে কী করতে হবে

গুগল ব্রাইজার বা অন্য কোনও ব্রাউজারে গিয়ে টাইপ করুন WWW.WBBSE.WB.GOV.IN-এ। এখানে Admit Card (অ্যাডমিট কার্ড) – এ উল্লেখ থাকা রোল নম্বর (Roll Number) টাইপ করতে হবে। মুহূর্তের মধ্যে মাধ্যমিক ২০২৪ রেজাল্ট (Madhyamik Result Out, Madhyamik Result 2024) সামনে চলে আসবে। এরপর ইচ্ছে করলে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে।
WWW.WBBSE.WB.GOV.IN- ছাড়াও আরও কিছু ওয়েবসাইটে ফল জানা যাবে। একনজরে সেই সব ওয়েবসাইটের ঠিকানা– wbresults.nic.in, www.indiaresults.com, www.results.shiksha। এর বাইরে আরও কিছু বেসরকারি সংবাদমাধ্যম তাদের ওয়েবসাইটে সরাসরি মাধ্যমিকের ফল প্রকাশ করবে। সেখানেও ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখে নিতে পারবে।
ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপ-এ মাধ্যমিকের ফল জানা যাবে। এই অ্যাপগুলি হল– Madhyamik Results 2024, Fastresult, https://iresults.net/wbse-app/ – এও দেখতে পাওয়া যাবে।

এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। লোকসভা নির্বাচন থাকায় এবার মাধ্যমিক পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হয়েছিল। মাধ্যমিক ২০২৪-এ মোট পরীক্ষার্থী ১০ লক্ষের সামান্য বেশি। এবছরও মধ্যশিক্ষা পর্ষদ ১০ জনের মেধা তালিকা প্রকাশ করবে। মাধ্যমিকে সাধারণত জেলার স্কুলের পড়য়াদেরই রমরমা থাকে। মেধা তালিকায় জেলার স্কুলগুলির ছেলে-মেয়েরাই উপরের দিকে স্থান পায়। এবারও সেরকম কিছু হবে না কলকাতার ছাত্র-ছাত্রীরা মাত দেবে জেলাকে, সেটা ফল প্রকাশের পরই জানা যাবে।

সাধারণত মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ পায়। ১২ মে ৯০ দিন পূর্ণ হত। তার আগেই মাধ্যমিকের ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও, ২০২৩-এ মধ্যশিক্ষা পর্ষদ ৭৩ দিনের মাথায় এবং ২০১৯-এ ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করেছিল।

Leave A Reply

Your email address will not be published.