অবশেষে স্বস্তির খবর। দু’ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির সর্তকতা জারি করেছে।
দু’ঘণ্টার মধ্য়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায়। বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, আর তাপমাত্রা বাড়বে না। বুধবার তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে। আবহাওয়াবিদ সুজীব জানিয়েছেন আগামী শনিবার থেকেই শহরে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। রবিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তার অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে ছিল কলকাতা সহ গোটা বঙ্গবাসী। শেষে তীব্র তাপপ্রবাহের চরম অস্বস্তি থেকে রক্ষা পেল বঙ্গবাসী।