ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদের খরগ্রাম। কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষে চলল গুলি। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যকে গুলি করার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। আহত কংগ্রেস কর্মীদের কান্দুই মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলি চালানোর অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার নাম, আলতামাস কবীর। জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ থেকে অশান্তির সূত্রপাত। বন্দুক হাতে ধৃত তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে গুলির শব্দ স্পষ্ট।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের সঙ্গে ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য জিতা খাতুন আর তার অনুগামীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বাক-বিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ।
এদিকে ভোটের মুখেই গুলি চলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খড়গ্রাম বিধানসভা জঙ্গিপুর লোকসভার অন্তর্গত। ৭ মে তৃতীয় দফার ভোট জঙ্গিপুরে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গিপুরে জয়ী হয় তৃণমূল। এবারেও সেখান থেকে ঘাসফুল শিবির খলিলুর রহমানকে প্রার্থী করেছে। কংগ্রেসের প্রার্থী মোর্তাজা হোসেন। ধঞ্জয় ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এদিন খরগ্রামে গুলি চলার ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে বলে খবর।