হাতে গোনা কয়েকটি দিন, তারপরেই শুরু টি২০ বিশ্বকাপ। কে জায়গা পাবেন, কে পাবেন না সেই নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় নির্বাচকেরা। এই বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত, তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। ১৫ জনের দলে রয়েছেন আশা মতোই বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। সঙ্গে স্থান পেয়েছেন একধিক নতুন মুখ। অবশেষে ১৬ মাস পর ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে দেখা যাবে ঋষভ পন্থকে।
এ বারের আইপিএলে প্রথম থেকেই ফর্মে রয়েছেন বিরাট। এখনও অবধি কমলা টুপির মালিক তিনিই। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তবে বিশ্বকাপে ওপেনার হিসাবে কে খেলবেন তা এখনও স্পষ্ট নয়। দলে রয়েছেন রোহিত এবং যশস্বীও । এই দুইয়ের বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি তৈরি হতে পারে। সেক্ষেত্রে তিন নম্বরে নামবেন বিরাট।
ভারতীয় দলে রয়েছেন টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। স্বভাবতই বাদ পড়েছেন কে এল রাহুল।
অনেকেই প্রশ্ন তুলছিলেন হার্দিক পান্ডিয়াকে খেলানো হবে কি না। তবে বোর্ড তাঁর উপর ভরসা রেখেছে। হার্দিক দলে রয়েছেন শুধু নয় তাঁকে দেখা যাবে সহ-অধিনায়কের ভূমিকায়। দলে রয়েছেন শিবম দুবেও।
সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে। আইপিএলে ভাল খেলে জায়গা করেছ নিয়েছেন যুজবেন্দ্র চহাল। সেই সঙ্গে রয়েছেন আরেক অলরাউন্ডার অক্ষর পটেল।
বোলার হিসাবে জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ এবং মহম্মদ সিরাজ।
২ জুন থেকে থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা।
রইল ১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।
এ ছাড়াও রিজার্ভ দলে রয়েছেন: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ এবং আবেশ খান।