আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। নাচের তালে পা মেলাবেন ছোট থেকে বড় সবাই। তবে নাচতে গেলে গানটা মনের মতো হওয়া খুব দরকার। না হলে যে সবটাই মাটি। তবে শেষ কয়েক বছরে এই ব্যাপারে সারা দেশে বেশ কিছুটা এগিয়ে রয়েছে দক্ষিনী সিনেমা। দক্ষিনী গান এবং নাচের তাল এখন ভারত ছাড়িয়ে বিশ্ব দ্রবারে প্রশংসিত। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন ৬ গানের নাচের স্টেপে মেতেছে গোটা বিশ্ব।
‘নাটু নাটু’- দক্ষিণী গানের কথা বললে প্রথমে মাথায় আসে অস্কার জয়ী গান নাটু নাটুর কথা। কেবল গান হিসাবে নয়, তার সঙ্গেই এই গানের ‘হুক স্টেপ’ নজর কেড়েছিল সারা বিশ্বের। আরআরআর সিনেমার এই গানে রামচরণ-জুনিয়র এনটিআর জুটির সেই নাচ হয়ে উঠেছিল সেই সময়ের অন্যতম ট্রেন্ড।
‘ও আন্তাভা’- পুষ্পা সিনেমায় নজর কেড়েছিল আল্লু অর্জুনের অ্যাকশন এবং গ্যাংস্টারের ভূমিকায় তাঁর অভিনয়। এই ছবির দ্বিতীয় পর্বের অপেক্ষায় আছে ভক্তরা। তবে তাঁর সঙ্গেই আরও একজন যিনি ভাইরাল হয়েছিলেন তিনি হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ও আন্তাভা গানে তাঁর নাচে কাবু হয়েছিল গোটা বিশ্ব।
‘রা রা রাক্কাম্মা’ – সুদীপ এবং জ্যাকলিন ফার্নান্দেজের গান প্রকাশের সঙ্গেই ঝড় তোলে সমাজমাধ্যমে। ‘রা রা রাক্কাম্মা’ গানের তালে কোমড় দুলিয়েছিল গোটা দেশ। এর অভিনব নাচের ভঙ্গি এই গানকে আইকনিক নাচের তালিকায় স্থান দিয়েছে।
‘ভাথি কামিং’ – এই গানে দক্ষিণী তারকা থালাপথি বিজয়ের বৈদ্যুতিক ‘পারফরম্যান্স’ এবং এর অসাধারাণ কোরিওগ্রাফির এই গানকে দেশব্যাপী সেনসেশন করে তোলে।
‘শ্রীবল্লী’ – পুষ্পা ছবির আরেকটি হিট গান হল ‘শ্রীবল্লি’। আল্লু অর্জুনের বিখ্যাত কাঁধ ঝুকিয়ে পা টেনে টেনে হাঁটাই হয়ে ওঠে এই গানের ‘হুক স্টেপ’। বাচ্চা থেকে বুড়ো, ৮ থেকে ৮০ সবাই মজেছিলেন ‘পুষ্পার’ যাদুতে।
’কাভালা’ – ‘কাভালা’ গানে তামান্না ভাটিয়ার ‘হুক স্টেপ’ ঝড় তুলেছিল সমাজমাধ্যমে। এই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও।