ঘরে ফিরল মণিপুরে জঙ্গি হামলায় নিহত জওয়ানের দেহ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় শহিদকে
ঘরে ফিরল বাঁকুড়ার সোনামুখীর পাঁচাল গ্রামের বীর সন্তান অরূপ সাইনির দেহ। মনিপুরে জঙ্গি হামলায় নিহত আধা সামরিক বাহিনীর জওয়ানের দেহ ঘরে ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়।
ভারতীয় সিআরপিএফ বাহিনীর ১২৮নং ব্যাটালিয়ানের হেড কনস্টেবল ছিলেন অরূপ সাইনি। শুক্রবার রাতে মণিপুরে অতর্কিত জঙ্গি হামলায় শহিদ হন বাঁকুড়ার সোনামুখীর পাঁচাল গ্রামের বাসিন্দা অরূপ।
জঙ্গিদের ওই হামলায় অরূপ সাইনির সঙ্গে শহিদ হন ওই ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর এন সরকারও। জঙ্গিদের নিক্ষেপ করা এক বোমায় অরূপ সাইনির একটি পা জখম হয়ে যায়। শনিবার অরুপ সাইনির দেহ বিমানে আনা হয় কলকাতায়। রবিবার সকালে কফিনবন্দী দেহ নিয়ে যাওয়া হয় তাঁর পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। চোখের জলে শহিদকে শেষ শ্রদ্ধা জানায় এলাকার হাজার হাজার মানুষ।
অরূপের ভাই ধনঞ্জয় সাইনি জানান, মৃত্যুর আগে তাঁকে ফোন করেছিলেন দাদা অরূপ। তিনি বলেন, ‘আমার পেটে গুলি লেগেছে, পায়ে আঘাত লেগেছে। আমি আর বাঁচবো না’।
গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই ভিড় জমান কাতারে কাতারে মানুষ। সকাল সাতটা নাগাদ শহিদের কফিনবন্দী দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহিদের মরদেহে শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।