বাংলায় বারবার এজেন্সি রাজনীতির অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের,পাল্টা তোপ বিজেপির

0 23

সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগ। সন্দেশখালিতে ঘন ঘন সিবিআই হানা। এনএসজির তল্লাশি। সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল। যেন যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে, তোপ মমতার। পাল্টা সুর চড়াল বিজেপিও।

শুক্রবার দ্বিতীয় দফা ভোটের দিনই সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। মেলে বিপুল পরিমাণ অস্ত্র। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসে এনএসজি। চলে তল্লাশিও। শুক্রবারের পর শনিবারও সন্দেশখালিতে সিবিআই। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের তলবও করেছে কেন্দ্রীয় এজেন্সি।

বাংলায় বারবার এজেন্সি রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। সেই এজেন্সি রাজনীতিকেই এবার হাতিয়ার করল রাজ্যের শাসক শিবির। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে তৃণমূল লিখেছে, ‘লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি। অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে’।

সন্দেশখালিতে এনএসজির তল্লাশি নিয়ে সুর চড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে রাজ্য পুলিশকে না জানিয়ে অভিযান, প্রশ্ন তুলে সরব মমতা।
পাল্টা, তোপ দেগেছে বিজেপিও। দুষ্কৃতীদের আড়াল করতেই সিবিআইয়ের বিরুদ্ধে। দাবি, পদ্ম শিবিরের। শুক্রবারের পর শনিতেও সন্দেশখালিতে সিবিআই। শুরু রাজনীতিও।

Leave A Reply

Your email address will not be published.