Balurghat Loksabha Election Updates- সকাল থেকেই নজরে বালুরঘাট, ত্রিমুখী লড়াইয়ের কার পাল্লা ভারি

0 17

লোকসভা ভোটের দ্বিতীয় দফায় অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বালুরঘাট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক হেভিওয়েট প্রার্থীও। একদা বামাদের গড় বলে পরিচিত এই বালুরঘাট। যদিও সিপিএম নিজে কখনই প্রার্থী দিত না এই কেন্দ্রে। ১৯৭৭ থেকে টানা দশ বার সাংসদ হয়েছিল বাম জোটের শরিক আরএসপি প্রার্থীরা। পাশা পালটায় ২০১৪। এই আসন থেকে ভোটে জিতে দিল্লি যান তৃণমূল প্রার্থী তথা নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ। তারপর ২০১৯ সালে তাঁকে হারিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। সাংসদ হন সুকান্ত মজুমদার। এই নির্বাচনেও বালুরঘাটে বিজেপি প্রার্থী তিনিই। বিপরীতে রয়েছেন রাজ্যের মন্ত্রী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তাই এই কেন্দ্রে লড়াই যে হাইভোল্টেজ তা আর বলার অপেক্ষা রাখে না। আরএসপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন জয়দেবকুমার সিদ্ধান্ত। আবার সংখ্যালঘু ভোটকে কাজে লাগাতে প্রার্থী দিয়েছে নওসাদ সিদ্দিকির দল আইএসএফ। বালুরঘাটে আইএসএফের হয়ে লড়ছেন মোজাম্মেল হক।     

দুপুর ২টো

১। বালুরঘাট লোকসভা থেকে কমিশনে জমা পড়ল ৯২টি অভিযোগ।

২। দুপুর ১টা অবধি বালুরঘাটে ভোটের হার ৪৭.৫৬ শতাংশ।

সকাল ১১:৩০

১। বিপ্লবের পরে এবার পোস্টার সুকান্ত মজুমদারের জবানবন্দিতে। বিপ্লব মিত্রকে অভিন্দন জানিয়ে লিফলেট বালুরঘাটে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

সকাল ১০:৩০

১। নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

২। ‘আমাকে ভোট দেবেন না’ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের জবানবন্দিতে লিফলেট বালুরঘাটে। বিজেপির চক্রান্ত দাবি তৃণমূল প্রার্থীর।

সকাল ১০ টা

১। বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ ভোটারদেরকে অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর।

২। সুকান্ত মজুমদারকে ঘেরাও করার ঘটনায় এক ঘন্টার মধ্যে একশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।রায়গঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে ৪৮ নম্বর বুথে ভোট দিতে যান সস্ত্রীক সুকান্ত মজুমদার। ভোট দিয়ে বেরিয়ে আসার পথে সুকান্ত মজুমদারকে ঘেরাও করার অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সুকান্তর। পুলিশের সঙ্গেও বচসাও হয় বিজেপি প্রার্থীর।

সকাল: ৯:১৫

১। সপরিবারে বুথে হাজির বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সকাল সকাল নিজের কেন্দ্রে ভোটদান প্রার্থীর।

Leave A Reply

Your email address will not be published.