ভোটের সকালে ‘লিফলেট’ তরজা! বিপ্লব, সুকান্তের পোস্টারে উত্তপ্ত বালুরঘাট

0 69

সকাল থেকেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। ১৩ রাজ্যের ৮৯ আসনে নির্বাচন দ্বিতীয় দফায়। রয়েছে বাংলার তিন কেন্দ্রও। উত্তরবঙ্গের দার্জিলিং-রায়গঞ্জ-বালুরঘাট এই তিন আসনে ত্রিমুখী লড়াই। গত লোকসভা ভোটে এই তিন কেন্দ্রেই উড়েছিল বিজেপির জয়ধ্বজা। তাই এই নির্বাচনে প্রথম থেকেই উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল। বার বারে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের আসন ধরে রাখতে দিল্লি থেকে উড়ে এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্বরা। তিন আসনের মধ্যে দুই আসনেই কখনও ঘাসফুল ফোটেনি। বালুরঘাটে তৃণমূল একবার জিতলেও ২০১৯ সালে এই আসন দখল করেছে বিজেপি। বিজেপির ঘেরা টোপ টপকে ঘাসফুল কি ফুটবে উত্তরের এই তিন আসনে? নাকি বজায় থাকবে বিজেপি রাজ? কী বলছে ভোটের পার্টি গণিত? দ্বিতীয় দফা ভোটের সব খবর, সবার আগে! জানতে চোখ রাখুন লাইভ আপডেটে। নতুন খবর পেতে পাতাটি রিফ্রেশ করুন একটু পরে-      

পাহাড়ের আবহাওয়া- দার্জির্লিং লোকসভা কেন্দ্র (Darjeeling Loksabha Election)

Live Update:

দুপুর ২টো

১। শান্তিপূর্ণ ভোট হচ্ছে পাহারে। কমিশনে অভিযোগ মাত্র ২৬টি।

২। দুপুর ১টা অবধি দার্জিলিঙে ভোটের হার ৪৯.০৯ শতাংশ।

সকাল ১০:৩০

১। স্ত্রী-পুত্রকে নিয়ে ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সর্বোচ্চ নেতা বিমল গুরুং।

সকাল ৯ টা

১। শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায় স্বস্ত্রীক ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

২। ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি সহ দার্জিলিঙের নানা জায়গায় ইভিএম বিভ্রাট

৩। নিজের কেন্দ্রে ভোট দিলেন হর্ষ বর্ধন শিংলা।

সকাল ৭:৩০

১।বুথে বুথে লম্বা লাইন ভোটারদের।

২।সকাল ৭ টা বাজতেই নিজের কেন্দ্রে ভোট দান করলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা। প্রার্থীকে দেখে উচ্ছসিত ভোটাররা।

গত তিনবার এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। ২০১৯ লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ছিলেন মণিপুরের ছেলে রাজু বিস্তা। তবে দার্জিলিয়ে  পাহাড়ি দলের সমর্থন ছাড়া জয় প্রায় অসম্ভব। এ অবধি যে দল জিতেছে সঙ্গে ছিল কোনও না কোনও পাহাড়ি দলের সমর্থন। এই ভোটেও বিজেপিকে সমর্থন করছে পাহাড়ের সর্বোচ্চ নেতা বলে কথিত বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা  এবং সুবাস ঘিসিংয়ের গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট। তাঁর লড়াই তৃণমূলের প্রার্থী গোপাল লামার সঙ্গে। সমর্থন করছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এ ছাড়াও এই আসনে জোট প্রার্থী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনীশ তামাং। কার্শিংয়াঙের  বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা  নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়ছেন। তবে রাজনৈতিক মহলের দাবি লড়াই আসলে বিজেপি-তৃণমূলের।

ভোটের ময়দানে ৩ দলবদলু- রায়গঞ্জ লোকসভা কেন্দ্র (Raiganj Loksabha Election)

Live Update:

দুপুর: ২ টো

১। বেলা ১১টা অবধি কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ল রায়গঞ্জ লোকসভার।

২। রায়গঞ্জ লোকসভা থেকে মোট অভিযোগ জমা পড়ল ১২৩টি

৩। দুপুর ১টা অবধি রায়গঞ্জে ভোটের হার ৪৪.৯৩ শতাংশ।

সকাল: ৯:১৫

১।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর চাকুলিয়া বিধানসভার ১২ নম্বর বুথে ভোট দিলেন।

সকাল ৮:৩০

১। ইটাহারে এখনও শুরু হয়নি ভোট গ্রহণ। ইভিএম খারাপ, তাই শুরু হয়নি ভোট গ্রহণ।

২। বুথে বসা নিয়ে উত্তেজনা। রায়গঞ্জে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ।

সকাল: ৮:০০

১। গরমকে উপেক্ষা করেই বুথে বুথে ভোটারদের ভিড়।

২। নিজের কেন্দ্রে ভোটদান করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে প্রায় ৬০ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন দেবশ্রী চৌধুরী। ২০১৪ সালে রায়গঞ্জে জয় পেয়েছিলেন সিপিএমের মহম্মদ সেলিম। তবে দ্বিতীয় কিন্তু তৃণমূল বা বিজেপি ছিল না। ২০১৪ লড়াই হয়েছিল কংগ্রেসের দীপা দাসমুন্সির সঙ্গে। ২০০৯ সালে রায়গঞ্জে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন দীপা। তাঁর আগে দুই লোকসভা নির্বাচনেও এই আসন ছিল কংগ্রেসের দখলেই। সেই সব অঙ্ক বদলে ২০১৯ সালে  প্রথম এবং দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসে তৃণমূল এবং বিজেপি। তবে এই বারে পুরনো প্রার্থীদের কেউই নেই। লড়াই তিন দলবদলু প্রার্থীর মধ্যে। বিজেপির প্রার্থী কার্তিক পাল একদা ছিলেন জোড়া ফুলে। তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে এক সময় দেখা যেত পদ্ম শিবিরে। আবার এই আসনে এ বারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইমরান রম‌্জ। তিনি এক সময় পরিচিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা হিসাবে। এখানে যুদ্ধ ত্রিমুখী।

ত্রিমুখী লড়াইয়ে জিতবে কে- বালুরঘাট লোকসভা কেন্দ্র (Balurghat loksabha election)

দুপুর ২টো

১। বালুরঘাট লোকসভা থেকে কমিশনে জমা পড়ল ৯২টি অভিযোগ।

২। দুপুর ১টা অবধি বালুরঘাটে ভোটের হার ৪৭.৫৬ শতাংশ।

সকাল ১১:৩০

১। বিপ্লবের পরে এবার পোস্টার সুকান্ত মজুমদারের জবানবন্দিতে। বিপ্লব মিত্রকে অভিন্দন জানিয়ে লিফলেট বালুরঘাটে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।

সকাল ১০:৩০

১। নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

২। ‘আমাকে ভোট দেবেন না’ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের জবানবন্দিতে লিফলেট বালুরঘাটে। বিজেপির চক্রান্ত দাবি তৃণমূল প্রার্থীর।

সকাল ১০ টা

১। বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর বুথে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ ভোটারদেরকে অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর।

২। সুকান্ত মজুমদারকে ঘেরাও করার ঘটনায় এক ঘন্টার মধ্যে একশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।রায়গঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে ৪৮ নম্বর বুথে ভোট দিতে যান সস্ত্রীক সুকান্ত মজুমদার। ভোট দিয়ে বেরিয়ে আসার পথে সুকান্ত মজুমদারকে ঘেরাও করার অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সুকান্তর। পুলিশের সঙ্গেও বচসাও হয় বিজেপি প্রার্থীর।

সকাল: ৯:১৫

১। সপরিবারে বুথে হাজির বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সকাল সকাল নিজের কেন্দ্রে ভোটদান প্রার্থীর।

১৯৭৭ থেকে টানা ১০ বার বাম শরিক আরএসপির দখলে ছিল এই লোকসভা কেন্দ্র। ২০১১ সালে ক্ষমতার পালাবদলের পরে ২০১৪-য় তৃণমূল প্রার্থী তথা নাট্য ব্যাক্তিত্ব অর্পিতা ঘোষ এই আসন থেকে জিতে দিল্লি গিয়েছিলেন। ২০১৯ সালে তাঁকে পরাজিত করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।  তবে তার পর ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৪টি আসনে জয় পেয়েছে তৃণমূল। বিজেপি জিতেছিল ৩টি আসনে।

এই বারে বালুরঘাটে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। প্রার্থী দিয়েছে নওসাদ সিদ্দিকির দল আইএসএফও। তাঁদের প্রার্থী মোজাম্মেল হক। আশাবাদী বামেরা। রাজনৈতিক মহলের দাবি এখানে লড়াই ত্রিমুখীই। এখন দেখার এই বারেও বালুরঘাটে পদ্মই ফোটে নাকি দলের গোষ্ঠী দন্ডকে সরিয়ে বালুরঘাটবাসীর মনে অন্য ফুলের চাষ করতে পেরেছে শাসক দল।

Leave A Reply

Your email address will not be published.