রয়্যাল বেঙ্গলদের জন্য রয়্যাল অ্যারেঞ্জমেন্ট। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেদের গরম থেকে বাঁচাতে এলাহি আয়োজন কর্তৃপক্ষের। বাঘেদের স্নানের জন্য তৈরি হয়েছে বাথ টাব। ভিটামিন সি ট্যাবলেট ও ওআরএস গুলে জল খাওয়ানো হচ্ছে বাঘেদের।
গত কয়েকদিনের প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। গরমের দাবদাহ থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। দক্ষিণরায়দের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এই গরমে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘেদের জন্যও ইতিমধ্যে এলাহি আয়োজন করেছে কর্তৃপক্ষ। এই পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘ যাতে কোনভাবেই গরমে কষ্ট না পায় সে জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের ভিটামিন সি ট্যাবলেট এবং ওআরএস জলে গুলে খাওয়ানো হচ্ছে বলে জানান কর্মীরা।
সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে থাকা বাঘেদের দুবেলা দীর্ঘক্ষণ ধরে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হয়। ২৪ ঘণ্টা ধরেই বাঘেদের খাঁচায় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। তাছারাও বাঘেদের এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথ টাব।
বাঘেদের শরীরকে ঠাণ্ডা রাখতে এতসব ব্যবস্থা করা হলেও তাঁদের খাবারের মেনুতে আপাতত কোন পরিবর্তন করা হয়নি বলেই বন দফতর সূত্রের খবর। তবে দুবেলাই বাঘেদের খাঁচাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা।