দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ। কলকাতায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। বাঁকুড়ায় পারদ পৌঁছেছে ৪৪ ডিগ্রি এবং আসানসোলে ৪৩ ডিগ্রিতে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। সেই সঙ্গে রয়েছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। প্রয়োজন ছাড়া সকালে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ চিকিৎসকদের।
বৈশাখে খররোদে পুড়ছে দক্ষিণবঙ্গ । সকাল থেকেই চড়া রোদ। সেইসঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। গ্রাম থেকে শহর সর্বত্রই একই ছবি। শনিবার বাঁকুড়া তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে শুনশান বাঁকুড়ার প্রাণকেন্দ্র। মুক্তি নেই এখনই, আগামী আরও কয়েক দিন এমনই অস্বস্তিকর গরম থাকবে, পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদও। আগামী দুদিন ‘সিভিয়র হিট ওয়েভের’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলেও তীব্র গরমের দাপট। পানাগড়ে তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি। তীব্র গরমে নাজেহাল শিল্পাঞ্চলের বাসিন্দারা। দুর্গাপুরের অবস্থাও প্রায় এক, তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি। গরমে হাঁসফাঁস অবস্থা দুর্গাপুরের বাসিন্দাদের। একই অবস্থা আসানসোলেও। শনিবার আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত। সাত জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বইবে শুষ্ক গরম হাওয়া। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে আরও বাড়বে দহনজ্বালা। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও বাড়বে গরম। এছাড়াও মালদহ ও দুই দিনাজপুরেও বজায় থাকবে অস্বস্তি।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদের অবস্থাও এক। দাবদাহে যেন নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমের জেলা পুরুলিয়া। তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৪৩ এর ঘরে। নাজেহাল দশা জেলাবাসীর।
তবে আগামী সপ্তাহের শেষ দিকে দাবদাহ থেকে মুক্তি মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকবে তার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সামান্য সম্ভাবনা।