অসমে ভোট প্রচারে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পরেই যে ‘মিশন অসম’-এ ঝাঁপ দিতে চলেছে তৃণমূল তার ইঙ্গিত দিলেন মমতা। বুধবার শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রচারে গিয়ে এমন কথাই জানালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘তৃণমূল এ বার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।’ সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলায় আমরা একা লড়েছি বিজেপির বিরুদ্ধে। বাংলা পারলে আসান কেন নয়?’ অসমে অত্যাচার হলে পাশে থাকার বার্তাও দিয়েছেন মমতা।
শিলচর কেন্দ্রে রাধেশ্যাম বিশ্বাসের হয়ে ভোট চাইতে গিয়েও তিনি বলেন, ‘‘আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।’ প্রসঙ্গত, এই ভোটে অসমে চারটি লোকসভা কেন্দ্রে লড়াই করছে তৃণমূল। শিলচর, কোকরাঝড়, লখিমপুর এবং বরপেটা।
এর সঙ্গেই বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। এই দিন জনসভায় তিনি বলেন, ‘বিজেপি জুমলাবাজের সরকার, দাঙ্গাবাজের সরকার। মোদীকে কখনও বিশ্বাস করবেন না। এ বার যদি মোদী জেতে, দেশে গণতন্ত্র থাকবে না। আর নির্বাচন হবে না। উনি একাই দেশটাকে বেচে দেবেন।‘
এনআরসি এবং সিএএ ইস্যুতেও বিজেপিকে বিধেছেন মমতা। এমনকি ভোটে জিতলে সিএএ এবং এনআরসি বাতিল হয়ে যাবে বলেও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ‘বিজেপির অত্যাচারের কাহিনি আমি জানি। দেশ জুড়ে অনেক আগুন ওরা জ্বালিয়েছে, তাণ্ডব চালিয়েছে। বিজেপির সময় গুজরাট, দিল্লি, আসাম, উত্তরপ্রদেশের রাজপথ রক্তে ভেসে গিয়েছে। আমরা এলে ডি ভোটার উঠে যাবে। অভিন্ন দেওয়ানি বিধি হবে না। এনআরসি হবে না, সিএএ হবে না ‘
বাংলায় তৃণমূল সরকারের সাফল্য এবং বিভিন্ন প্রকল্পের তুলে ধরেন মমতা। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধার কথা উঠে এসেছে তাঁর ভাষণে। এমনকি অসমে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার কথাও বলেছেন তিনি।
আবার এই দিন দেশকে নেতৃত্ব দেওয়ার কথাও বলেছেন মমতা। মমতা বলেন, ‘জাতীয়স্তরে ইন্ডিয়া জোটকে আমরা নেতৃত্ব দেব’।