১০০ দিনের কাজের টাকা তছরূপ

0 30

ফের ১০০ দিনের কাজের টাকা তছরূপের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত সুপারভাইরজার। ঘটনা বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের পুরদহ এলাকার। বকেয়ার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের।

১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব শ্রমিকেরা। বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের পুরদহ এলাকার ঘটনা। অভিযোগ যারা ১০০দিনের কাজ করেছেন তাদের জব কার্ড থেকে টাকা তুলে নিয়েছে সুপারভাইজার রোমেন বিশ্বাস। যাঁরা কাজ করেনি তাঁদের জব কার্ডে টাকা ঢুকেছে অভিযোগ বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা।

ঘটনায় শাসক দলের দিকে অভিযোগে আঙ্গুল তুলেছে বিজেপি। ঘটনায় তদন্তের দাবি করেছে বিরোধীরা।

জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে কীভাবে ঢুকলো? সাংবাদিকদের সেই প্রশ্নে বারংবার প্রসঙ্গ এড়ান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের মুখে জবকার্ড দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে বাগদা তৃণমূল নেতৃত্ব।

Leave A Reply

Your email address will not be published.