‘কড়া পদক্ষেপে পিছপা হবে না’ ভোটের আগেই ক্ষোভের মুখে প্রশাসন ও কমিশন

0 19

নির্বাচনী পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে কমিশন এবং প্রশাসন। তাঁদের ভূমিকা নিয়ে অখুশী রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তাঁদের তৈরি ম্যাপ ও গাইড লাইন না পসন্দ তাঁর।

নির্বাচনী প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। বৈঠক করেন অতিরিক্ত নির্বাচনী মুখ্য আধিকারিকের সঙ্গেও।

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট। পশ্চিমবঙ্গেও সাত দফাতেই হবে লোকসভা ভোট। প্রথম দফা ১৯ এপ্রিল। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছে অতিরিক্ত আরও ১০০ কোম্পানি বাহিনী। সব কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার কথা ভাবছে কমিশন বলেও চলছে জল্পনা। এর মধ্যেই সটাং মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির এই রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।

অসুস্থ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। দু’দিন ধরে দফতরে আসতে পারেননি তিনি। তাই নির্বাচনী পরিকল্পনা ক্ষতিয়ে দেখতে নিজেই দফতরে আসেন অনিল কুমার শর্মা। বৈঠক করেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকী মহাপাত্রের সঙ্গে। তবে বৈঠক শেষে যেন অসন্তুষ্ট অনিল কুমার শর্মা। পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন – কমিশন ও প্রশাসনের তৈরী করা ম্যাপ ও গাইড লাইন নিয়ে খুশী নন তিনি। এমনকি একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক  স্মারক মহাপাত্রকে। খানিকটা অস্বস্তিতেই পড়েন তিনি।

সূত্রের খবর আইন শৃঙ্খলা থেকে সামগ্রিক পরিস্থিতি  এবং শান্তি বজায় রাখতে কী কী পরিকল্পনা করা হয়েছে তার কোনও যথাযথ উত্তর পাননি অনিল। এমনকি প্রথম দফা নির্বাচনী ক্ষেত্রেগুলিতে সুস্থ এবং শান্ত ভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এর পরেই দফতর থেকে অনিল ফোন করেন প্রথম দফা নির্বাচনের তিনজন সাধারণ ও পুলিশ পর্যবেক্ষককেও।

কোনো স্পষ্ট উত্তর নেই প্রথম দফা  লোকসভা নির্বাচনের ক্ষেত্র নিয়েও। কোনো  প্রশ্নের যথাযত উত্তর না পাওয়ায় সেখান থেকে বসেই সরাসরি ফোন  করেন প্রথম দফা নির্বাচনের তিনজন সাধারণ ও পুলিশ পর্যবেক্ষককে। সোমবার সকাল ১০ টা পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ রিপোর্ট তৈরী করার নির্দেশ দিয়েছেন অনিল।

কমিশন সূত্রের খবর, উত্তরবঙ্গে পৌছেই মঙ্গলবার সন্ধ্যাবেলা বিশেষ বৈঠকে বসতে চলেছেন অনিল কুমার শর্মা। প্রথম দফা নির্বাচনের ৩ জন ডিইও, পুলিশ সুপার, সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে  বৈঠক করবেন তিনি।

সূত্রের খবর, এই বৈঠকেই চূড়ান্ত রূপরেখা তৈরী হওয়ার সম্ভাবনা  রয়েছে। তারপর সেই রিপোর্ট পাঠানো হবে খোদ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। অনিল কুমার শর্মা জানিয়েছেন – ‘কমিশনের নির্দেশ  মেনে চলতে হবে সবাইকে, অন্যথা কোনরকম নেতিবাচক কাজ কর্ম বরদাস্ত করবে না কমিশন। এক নিমেষে পদক্ষেপ গ্রহণ করতেও পিছ পা হবে না জাতীয় নির্বাচন কমিশন। তাঁর কথায়,”আপনাদের গাফিলতির কারণেই কমিশনের ইতিমধ্যেই মুখ পুড়েছে। তাই এখন থেকেই আপনাদেরকে সতর্ক করে দেওয়া হলো। অন্যথায় কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না দেশের জাতীয় নির্বাচন কমিশন।“

Leave A Reply

Your email address will not be published.