পয়লা বৈশাখের আগেই নতুন ৫ গান নিয়ে এল এসভিএফ মিউজিক

0 72

‘এই ফেরারী মন’, ‘বলো কদ্দুর’, ‘হিমেল হাওয়া’, ‘বোতাম ভাঙ্গা’, এবং ‘ঘুম ভাঙ্গা ভোর’– এই নামের পাঁচ গানের অ্যালবাম প্রকাশ করল এসভিএফ মিউজিক(SVF Music)। বৈশাখের খেয়ালি হাওয়ায় এই গান শ্রোতাদের মন কাড়বে বলেই দাবি তাদের। বাংলার গান ইন্ডিজ (Banglar Gaan Indies) বলে এপ্রিল এডিশনের অ্যালবামে এই পাঁচ গানকে স্থান দিয়েছে এসভিএফ মিউজিক(SVF Music)।

বাংলার গান ইন্ডিজ (Banglar Gaan Indies) অ্যালবামে এসভিএফ মিউজিক(SVF Music) একগুচ্ছ নতুন প্রতিভাকেও সামনে নিয়ে এসেছে। সৌম্যদীপ, তারিশি, দেবদীপ, আদ্রিজ, সায়ন, নীলাদ্রি এবং ঈশান মিত্র-দের কণ্ঠ এই প্রজন্মের কাছে জনপ্রিয় হবেও মনে করছে এসভিএফ মিউজিক।

সমাজমাধ্যমে বহুল পরিচিত তারিশি মুখার্জী। ‘হিমেল হাওয়া’ গানটি এসভিএফ –এর সঙ্গে করা তারিশির প্রথম কাজ। গানটির লিখেছেন এবং সুর করেছেন সৌম্যদীপ চক্রবর্তী। সৌম্যদীপ অবশ্য এর আগেও তার গান ‘বলে দাও’ –এর মাধ্যমে শ্রোতাদের মন জয় করেছেন। ‘বলো কদ্দুর’ গানটি আমাদের পরিচয় করাবে আরও এক তরুণ শিল্পী দেবদীপ বণিকের সঙ্গে। এর আগেও দেবদীপ প্লে-ব্যাক সিংগিং-এ কাজ করেছেন। তবে, একক মৌলিক গান নিয়ে বড় প্ল্যাটফর্মে এটাই দেবদীপের প্রথম কাজ। রিয়্যালিটি-শো দিয়ে সঙ্গীত শিল্পীর জীবন শুরু করা অদ্রিজ ঘোষের কাছেও এটা একটা বড় ব্রেক। ভাবর্ণব মন্ডলের লেখা ‘এই ফেরারী মন’ গানে গলা দিয়েছেন আদ্রিজ। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে সায়ন দাসের কন্ঠে ‘বোতাম ভাঙ্গা’ গানটিও বাংলার গান ইন্ডিজ (Banglar Gaan Indies) অ্যালবামের অন্যতম আকর্ষণ বলে জানিয়েছে এসভিএফ মিউজিক। অবশ্য এর আগেও নীলাদ্রি ও সায়নের যুগলবন্দি ইন্টারনেটে বেশ সাড়া ফেলেছিল। ‘তুমি যাও’- গানটির মধ্যে দিয়ে এর আগেই ঈশান মিত্র শ্রোতাদের মন জয় করেছিলেন। এবার এসভিএফ মিউজিকের এপ্রিল এডিশনে বাংলার গান ইন্ডিজ-এ ঈশানের গলায় ‘ঘুম ভাঙ্গা ভোর’। যার কথা লিখেছেন সোহম মজুমদার।

ইন্টারনেটে বাংলা গানের এক নতুন দিগন্তের খোঁজে উদ্যোগী হয়েছে এসভিএফ মিউজিক(SVF Music)। আর এই জন্য তারা স্থানীয় উদিয়মান শিল্পী থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের বহু শিল্পীর সঙ্গে গাঁটছাড়াও বেঁধেছে। বর্তমান নবীন প্রজন্মের মতো করে গান এবং তার সুর ও লয়কে তুলে ধরাটাই লক্ষ্য বাংলা চলচ্চিত্রের এই নামজাদা সংস্থার। ইউটিউবে এসভিএফ মিউজিক(SVF Music)-এর প্ল্যাটফর্মে এই গানগুলি শুনতে পাওয়া যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.