কাশিপুর উধারবন্দ গ্রামবাসিদের কবে মিলবে বিজেপি সরকারের সুবিোধা ?

0 18

উধারবন্দ কেন্দ্রের দিগর-কাশিপুর ১০ নম্বর বস্তি এলাকায় রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প ও জল নিয়ে ক্ষোভ। রাস্তাঘাটের উন্নয়নে সরকার বেশি গুরুত্ব দিলেও মাঝিগ্রাম জিপির কয়েকটি গ্রামে আজও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ হয়নি।

জনপ্রতিনিধিদের উদাসীনতায় রাস্তাঘাট থেকে বঞ্চিত বৃহত্তর মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিগর কাশিপুর দশ নম্বর বস্তি এলাকার মানুষ।

দিগর কাশিপুর দশ নম্বর বস্তির আম জনতার অভিযোগ বিজেপি সরকারের আমলে চারিদিকে উন্নয়ন হলেও মাঝিগ্রাম জিপির দিগর কাশিপুর ১০ নম্বর বস্তি এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে তাদের চলাচলের রাস্তাঘাট নেই। বিজেপি সরকার ২০২৪ সালের মধ্যে সবার জন্য প্রধানমন্ত্রী আবাস নির্মাণের লক্ষ্য স্থির করেছে, কিন্তু কাশীপুরের ছবি উল্টো, প্রধানমন্ত্রী আবাস এখানে পাওয়া যায়নি। রাস্তাঘাট নির্মাণ এবং বাকি সমস্যা গুলোর সমাধানের দাবি নিয়ে তারা অনেকবার বিধায়ক মিহির কান্তি সোমের কাছে যান কিন্তু কোনও সমস্যার সমাধান হয়নি।

বারবার সড়ক নির্মাণের দাবি জানালেও কোনও সুরাহা হয়নি। বর্ষার মরশুমে কাঁচা রাস্তার জন্য স্কুল কলেজ পড়ুয়াদের যাতায়াতে বিঘ্ন ঘটে। অন্য দিকে প্রধানমন্ত্রী আবাসও পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। তারা জানান, যেখানে অসম সরকারের ২০২৪ সালের মধ্যে হর ঘর জল রাজ্যে পরিনত হওয়ার পথে সেখানে দিগর কাশিপুর ১০ নম্বর বস্তির বাসিন্দারা পাচ্ছেন না কোনও সুবিধা।

Leave A Reply

Your email address will not be published.