অরুণাচল প্রদেশের ৩০ স্থানের নামকরণ

0 52

ফের অরুণাচল প্রদেশের ৩০ স্থানের নামকরণ করল চিন। গত ৭ বছরে এ নিয়ে চতুর্থ তালিকা প্রকাশ বেজিং-এর। চিনের এই দাবিকে খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রণালয়। এবার চিনকে নিশানা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। চিন অরুণাচলের ৩০টি স্থানের নামকরণ করেছে।

অরুণাচল প্রদেশ নিয়ে ফের আগ্রাসী চিনের কূটচাল। এবার অরুণাচল প্রদেশের আরও ৩০টি স্থানের নামকরণ করল বেজিং। গত ৭ বছরে এনিয়ে নামকরণের চতুর্থ তালিকা প্রকাশ। আর তা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। মঙ্গলবার বিষয়টি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, তিব্বতের ৬০টি স্থানের নতুন নাম দেওয়া হোক।

চিনের প্রকাশিত তালিকায়। অরুণাচল প্রদেশের ১২ টি পর্বত। চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ,
১১টি আবাসিক এলাকা এবং ১ খণ্ড জমির। নতুন নাম দেওয়া হয়েছে।

২০১৭ সালে অরুণাচলের ৬টি স্থানের নামকরণ করে চিন। ২০২১ সালে ১৫টি স্থানের নামকরণ করে দ্বিতীয় তালিকা প্রকাশ। ২০২৩ সালে অতিরিক্ত ১১টি স্থানের নামকরণ করে বেজিং। শুধু নামকরণ নয়, অরুণাচল প্রদেশে ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীদের সফর নিয়েও একাধিকবার বিরোধীতা করেছে চিন। প্রশ্ন হয়, চিনের এই আস্ফালন কি আদৌ বন্ধ হবে?

Leave A Reply

Your email address will not be published.