মালদহের হবিবপুর ব্লকে ভোট বয়কট

0 43

আবেদন, অনুরোধেও মেলেনি পাকা সেতু। বাঁশের সাঁকোয় চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। সেতু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদহের হবিবপুর ব্লকের সীমান্তে টাঙন নদীর তীরবর্তী রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের।

মালদহের হবিবপুর ব্লকের সীমান্ত দিয়ে বয়ে চলছে টাঙন নদী। নদীর এক দিকে গাজোল, অন্য পাশে হবিবপুর। বাজারহাট থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল সবই গাজোলে। কিন্তু নদী পারাপারের জন্য টাঙন নদীর উপর আজও হয়নি পাকা সেতু। নির্বাচনের আগে প্রতিবারই ডান-বাম সব পক্ষই প্রতিশ্রুতি দেয়, পাকা সেতু হবে। কিন্তু আজও সেই সেতু হয়নি। প্রতিবাদে রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুরের বাসিন্দারা জানিয়েছেন, ভোট তো দূরের কথা গ্রামে কোনও দলকেই প্রচারও করতে দেবেন না তাঁরা।

সেতু না থাকায় তিন গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। আজও রোগী বা প্রসূতিদের ভরসা খাটিয়া। রাতের অন্ধকারে তো এই তিনটি গ্রাম কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও হয়নি সুরাহা। মেলেনি ভোটের মূল্য। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়ে তাঁরা অপেক্ষায়, সেতুর। পাকা সেতুর।

Leave A Reply

Your email address will not be published.