ভোটের প্রচারে AI সঞ্চালিকা। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে অন্দরে দ্বন্দ্ব নিয়েও লোকসভা ভোটের আগে বড় চমক রাজ্য সিপিএম-এর। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সব দলই নিজেদের মতো করে প্রচারে মেতেছে। ভোটদাতাদের নজর কাড়তে চমকের পর চমক দিচ্ছে কাজনৈতিক দলগুলি। এবার সেই প্রচারেই নতুন চমক দিল সিপিএম। ভোট প্রচারে AI প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনবত্ব আনল বাম। বসন্তের সন্ধ্যায় বঙ্গ সিপিএম-এর অফিসিয়াল ফেসবুক পেজে দেখা গেল সুন্দরী AI সঞ্চালিকাকে। নাম সমতা। এবার ভোটে বঙ্গ সিপিএম-এর হয়ে ভোট প্রচার করবে সমতা। শাড়ি পড়া সমতার প্রথম আলাপ। ২৭ সেকেন্ডের ওই ভিডিও দেখে বোঝার উপায় নেই যে সে মানুষ নয়। এক্সপ্রেশন থেকে শুরু করে বাচন ক্ষমতা, রক্ত-মাংসের সঞ্চালিকাদেরও হার মানাবে। চলতি সপ্তাহের মধ্যেই রাজ্য সিপিএমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সমতার প্রথম পর্ব উপস্থাপিত হবে। এই অনুষ্ঠানের পোশাকি নাম ‘ফোকাস অন বেঙ্গল’। পরবর্তী ক্ষেত্রে পুরুষ সঞ্চালকও আনা হবে বলে খবর। তবে খবর সঞ্চালনার ক্ষেত্রে AI প্রযুক্তির ব্যবহার নিয়ে আবার দ্বিমত রয়েছে সিপিএমের অন্দরেও। কেউ কেউ বিষয়টিকে স্বাগত জানালেও, অনেকে আবার বিরোধিতা করেছেন। সিপিএমের আইটি সেলের তরফে বলা হয়েছে, বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং তা নিয়ে দলের বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতেই এই পরিকল্পনা।
মূলত, AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা হল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ২০০১ সালের একটি আমেরিকান কল্পবিজ্ঞান চলচ্চিত্র। প্রকাশের পর বেশ ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। কিছুদিনের মধ্যেই আধুনিক বিশ্বে রাজত্ব শুরু করেছে চ্যাট জিপিটি। আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তির জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। বিজ্ঞানের এই নতুন আবিষ্কার আশীর্বাদ না অভিশাপ, সেই দ্বন্দ্বের মধ্যেই এবার বিভিন্ন পেশায় দেখা যাচ্ছে এই AI টেকনোলজির অবাধ ব্যবহার। এবার সংবাদ পাঠিকা বা সঞ্চালকদের জায়গায় বসানো হল AI-কে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় নতুন ট্রেন্ড শুরু হয় ওডিশার একটি টেলিভিশন চ্যানেলে। তারপর ধীরে ধীরে বেশ কয়েকটি চ্যনালেই সাদরে গ্রহণ করে এই প্রযুক্তি।
গত কয়েক বছর ধরে রাজ্য সিপিএম সমাজমাধ্যমের জন্য একটি টিম তৈরি করেছে। কালে কালে তার পরিসরও বেড়েছে। ভোটের আগে AI প্রযুক্তি রাজ্য সিপিএম-এর ভোটব্যাঙ্কে কতটা বদল আনে, সেটাই দেখার।