গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়। মৃত ২। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নির্মীয়মাণ পাঁচ তলা বাড়িটির আশপাশে বেশ কিছু ঝুপড়ি রয়েছে। ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি। উদ্ধারকাজে দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেনিরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে এই বিপর্যয় ঘটে।
গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় দুঃখপ্রকাশ করে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও।
উপস্থিত রয়েছেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম। রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। ফিরহাদ জানান, এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে এবং এক জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের নাম সাম বেগম এবং হাসিনা খাতুন। মেয়র, দমকলমন্ত্রী ছাড়াও নগরপাল বিনীত গয়াল এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।
অবৈধভাবে বহুতলটি নির্মাণ করায় এমন ঘটনা দাবি স্থানীয়দের। বহুতল তৈরির ছাড়পত্র কীভাবে মিলল উঠছে প্রশ্ন। কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।