নিষিদ্ধ হল ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম

0 78

দেশ জুড়ে মোট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সমাজমাধ্যম বন্ধ করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একাধিক সতর্কতার পরে অশ্লীলতা এবং অশ্লীল বিষয়বস্তুর জন্য ১৮টি ওটিটি( OTT) প্ল্যাটফর্মকে ব্লক করে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

তথ্য সম্প্রচার আইন, ভারতীয় দণ্ডবিধি এবং নারীর শালীনতা লঙ্ঘন আইনের অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। জানা গিয়েছে এই ১৮টি ওটিটির মধ্যে ৭টি অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে, ৩টি ছিল অ্যাপল অ্যাপ স্টোরে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারবার প্ল্যাটফর্মগুলির (OTT Banned) কথা বলেছিলেন যাতে তারা নগ্নতা, অশালীনতা প্রচার না করেন। আর সেই কথার ভিত্তিতেই ১২ মার্চ ২০২৪ এই কঠিন সিদ্ধান্তে আসেন অনুরাগ ঠাকুর।

ব্লক হয়ে যাওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে –Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এই সমস্ত প্ল্যাটফর্মের বেশ কিছু কনটেন্টের মধ্যে অশ্লীলতা, নগ্নতা দেখানো হয়েছে, নারীর অবমাননা করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুসারে অশ্লীলতা এটি একটি দণ্ডনীয় অপরাধ আর সেই ধারা অনুযায়ী অশালীন কনটেন্ট বানানোর জন্য এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Leave A Reply

Your email address will not be published.