ব্যবসায়ী ভব্য লাখানির মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য। নিখোঁজ ছিলেন কলকাতার ভবানীপুরের এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে বুধবার পাওয়া গেল ওই ব্যবসায়ীকে। তবে মৃত অবস্থায়।
ভবানীপুরের ব্যবসায়ীর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিশ জানতে পারে, মোবাইলের শেষ কথা হয় ব্যবসায়ীর নিমতার বন্ধুর সঙ্গে। তাঁর বাড়িতে হানা দিতেই রহস্যভেদ হয়। জলের ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ। পুলিশ তদন্তে জানতে পেরেছে, প্রমাণ লোপাট করতে জলের ট্যাঙ্কে দেহ ফেলে বাইরে পাঁচিল দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হচ্ছিল। তার আগেই পুলিশ দেহ উদ্ধার করেছে। ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে, তার ‘বিজনেস পার্টনারে’র বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভব্য লাখানি। ভবানীপুরের বাসিন্দা এই ব্যবসায়ী। ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনির্বাণ গুপ্তা ও সুমন দাস নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনির্বাণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। মৃত ব্যবসায়ী ওষুধের ডিস্ট্রিবিউটর ছিলেন। কিছুদিন আগে অনেক টাকার ওষুধের বরাত দিয়েছিলেন অনির্বাণের মাধ্যমে। কিন্তু মাল এসে পৌঁছায়নি বলে অভিযোগ। ইতিমধ্যে অনির্বাণ যে কোম্পানিতে মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভ-এর কাজ করতেন সেই কোম্পানি ছেড়ে দেন। তাই টাকার জন্য ভব্য লাখানি চাপ দিচ্ছিলেন অনির্বাণকে। গত পরশুদিন টাকা দেওয়ার জন্য অনির্বাণ বিরাটির বাড়িতে ডেকে পাঠিয়েছিল ভব্য লাখানিকে। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ব্যবসায়ী।