ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা। দেশের প্রথম কোনও নদীর নিচ দিয়ে চালু হল মেট্রো পরিষেবা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিহাস তৈরির দিনে প্রধানমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাওড়া-এসপ্ল্যানেডের পাশাপাশি চালু হল তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়ে থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা।
অপেক্ষার অবসান। হাওড়া স্টেশন থেকে কলকাতার যে কোনও প্রান্তে পৌঁছতে আর দৌড়তে হবে না, পোহাতে হবে না যানজটের ঝক্কি। মুশকিল আসন হয়ে হাজির মেট্রো।
গঙ্গার তল দিয়ে মেট্রোয় চেপে সহজেই পৌঁছন যাবে গন্তব্যে। ঘণ্টায় ৮০ কিমি বেগে গঙ্গা পেরতে সময় লাগবে প্রায় ৪৫ সেকেন্ড। গঙ্গার তলদেশ দিয়ে দুটি টানেল মেট্রো চলবে। একটির নাম রচনা অন্যটির নাম প্রেরণা।
বুধবার এসপ্ল্যানেড স্টেশন থেকে কলকাতা মেট্রোর তিনটি লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হল। দেশে প্রথম জলের নিচ দিয়ে মেট্রোর যাত্রা শুরু হল বুধবার। পাশাপাশি তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্ষন্ত মেট্রো পরিষেবারও সূচনা করলেন প্রধানমন্ত্রী।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে এসপ্ল্যানেড স্টেশনে ভিড় করেছিলেন বহু মানুষ। শুধু ফ্ল্যাগঅফই নয়, স্কুল পড়ুয়াদের সঙ্গে মেট্রোয় সফরও করলেন মোদী।
জাইকা অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সির থেকে ঋণ নিয়ে শুরু হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ঐতিহাসিক যাত্রায় সাক্ষী থাকলেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ।
কলকাতা মেট্রোর যাত্রা শুরু হওয়ার ৪০ বছর পর সবচেয়ে বড় সম্প্রসারণ হল বুধবার। হাওড়া ব্রিজ তো ছিলই এবার হাওড়া কলকতাকে জুড়ে দিল মেট্রোও।