ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতিকে পাঠালেন ইস্তফা পত্র। রাষ্ট্রপতিকেও পাঠালেন ইস্তফা পত্র। ডাকযোগে পাঠালেন ইস্তফা পত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টে পৌঁছন অভিজিৎ। তার পরেই দেশের প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতিকে ডাকযোগে পাঠালেন ইস্তফা পত্র।
সামনে লোকসভা ভোট তার আগেই পদত্যাগ। তবে এবার কি রাজনীতির ময়দানে নামবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিজিৎ। কোন দলে তিনি যোগ দেবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে, বিজেপিতে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুর দেড়টার পর সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। সেখানেই নতুন ইনিংসের বিষয়ে জানাতে পারেন গঙ্গোপাধ্যায়।
গত রবিবার আচমকাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এই বিচারপতি। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন। এবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আজ সকাল ১১ টা নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের ঢোকেন। তারপরই পদত্যাগ করেন পদ থেকে।