সন্দেশখালিকান্ডে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। সিটের তদন্তে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, এই ঘটনায় দায়ের হওয়া সমস্ত FIR-এর ভিত্তিতে রাজ্য পুলিশ কোনওভাবে তদন্ত করতে পারবে না বলে জানিয়েছে বেঞ্চ।
সন্দেশখালিকাণ্ডের এক মাস পার। এখনও অধরা শেখ শাহজাহান। বুধবার, সওয়াল জবাব চলাকালীন ইডির আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, খুব সিরিয়াস একটি বিষয়। এ বিষয়ে যদি রাজ্য পুলিশ তদন্ত করে তবে, কীভাবে পক্ষপাতহীন তদন্ত সম্ভব?
রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছে ইডি। যুক্তি ছিল
সিবিআই দিল্লি পুলিশের বিশেষ আইন অনুযায়ী কাজ করে। তাদের বক্তব্য ছিল, রাজ্য পুলিশ চলে CRPC অনুযায়ী। FIR রুজু হওয়ার পরেও অধরা শাহজাহান। রাজ্যের মন্ত্রী এতে যুক্ত। রাজ্য পুলিশ কীভাবে পক্ষপাতহীন তদন্ত করবে?
এরপরই প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ। এখনই তদন্ত করবে না সিট। দায়ের হওয়া FIR-এর তদন্তে স্থগিতাদেশ
রাজ্য পুলিশ ওই তদন্ত করতে পারবে না। আদালতের সিদ্ধান্তে তুঙ্গে রাজনৈতিক তরজা।
সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন করেছিল ইডি। সেই আবেদনে সাড়া না দিয়ে রাজ্য পুলিশ ও সিবিআইয়ের সিট গঠন করে দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ। সেই সিদ্ধান্তেই এবার স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি।