বাজি কারখানায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। একটি বা দুটি নয়, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল মধ্যপ্রদেশ। বাজি কারখানায় বিস্ফোরণে অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছে। কারখানার ভিতরে বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। তার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ২৫ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে অন্তত ৩০ জন শ্রমিক ভিতরে ছিলেন। ২৫ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।