হগ মার্কেটে ঐতিহ্যবাহী ঘড়ির সংস্কার

0 39

ফের কাঁটা ঘুরবে, বাজবে ঘণ্টা। লন্ডন থেকে আনা হবে যন্ত্রাংশ। সারানো হবে ইংরেজ জামানার হগ মার্কেটের ক্লক টাওয়ার। ধর্মতলা চত্বরে ফের নিজের অস্তিত্বের জানান দেবে শতাব্দী প্রাচীন এই ঘড়ি।

১৮৭৪ সালে পয়লা জানুয়ারি তৈরি হয় কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট। এ বছরে ১৫০ বছরে পড়বে নিউ মার্কেট। নিউমার্কেটের দক্ষিণে হগ মার্কেট। লন্ডনের বিগ বেনের আদলে একটি ক্লক টাওয়ার রয়েছে এই হগ মার্কেটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংরেজ জামানায় ঘড়ির যন্ত্রাংশ আনা হয়েছিল ইংল্যান্ডের হার্ডসফিল্ড থেকে। বয়সের ভারে জর্জরিত এই ঘড়ির কাঁটা থমকে গিয়েছে ১০ বছর আগেই। এবার সেই ঐতিহ্যবাহী ঘড়ির কাঁটা ফের ঘুরতে চলেছে ৷ নিউমার্কেট থেকে ধর্মতলা চত্বর শুনবে লন্ডনের বিগ বেনের মতো সেই পুরনো ঘণ্টার শব্দ৷

এই ঘড়ি সংস্কারের জন্য একাধিকবার টেন্ডার ডাকে কলকাতা পুরসভা। ঘড়ি সংস্কারে খরচ পড়বে প্রায় কয়েক কোটি টাকা। আর্থিক অনটনের জেরে তাই আর সংস্কার করা হয়ে ওঠেনি। কলকাতার ঐতিহ্যরক্ষায় এগিয়ে আসেন কিছু কলকাতা প্রেমী নাগরিক। তাঁরাই সংস্কারের খরচ বহন করবেন বলে আবেদন করেন মেয়র ফিরহাদ হাকিমের কাছে। সেই ফান্ডের টাকাতেই সংস্কার করা হবে এই ক্লক টাওয়ার। লন্ডন থেকে আনা হবে যন্ত্রাংশ।
নস্টালজিয়ার শহর কলকাতা। তার আনাচে কানাচে জড়িয়ে নানা ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী শতাব্দী প্রাচীন হগ মার্কেটের এই ক্লক টাওয়ার। আবারও ফের ঘণ্টা বাজিয়ে নিজের অস্তিত্বের জানান দেবে এই ঘড়ি।

Leave A Reply

Your email address will not be published.