লোকসভা ভোটের আগে কল্পতরু প্রধানমন্ত্রী

0 69

লোকসভা ভোটের আগে কল্পতরু প্রধানমন্ত্রী। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার গুয়াহাটিতে ১১ হাজার ৬০০ কোটি টাকার মোট ১০ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার গুয়াহাটিতে মোট ৮টি প্রকল্পের শিলান্যাস ও ২টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে যে প্রকল্পের শিলান্যাস করেন, সেই প্রকল্পগুলি হচ্ছে –

নীলাচল পাহাড়ে ‘মা কামাখ্যা করিডর’
নেহরু স্টেডিয়ামের আধুনিকীকরণ
চন্দ্রপুরে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স
গুয়াহাটিতে একতা মল স্থাপন
GMCH-এর আধুনিকীকরণ
করিমগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
গুয়াহাটি বিমানবন্দরের সড়কপথের আধুনিকীকরণ
১০০০ কিলোমিটার সড়কের সংস্কার

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলি হচ্ছে –

দোলাবাড়ি-জামুগুড়ি চার লেন সড়ক
বিশ্বনাথ-গহপুর চার লেন সড়ক

প্রধানমন্ত্রী বলেন, অসমে আগেও বহু পর্যটনস্থল ছিল। কিন্তু মানুষ অসমে আসতে চাইতেন না। আইনশৃঙ্খলা জনিত কারণ ও পরিকাঠামোগত সমস্যার জন্য অসমে পর্যটকরা আসতেন না। বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেছে। অসমের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। রেলপথ হোক কিংবা সড়ক পথ, সর্বত্র অসমকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

এক কথায় ভোটের আগে প্রধানমন্ত্রীর ভাষণে ছিল উন্নয়নের বার্তা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ানও তুলে ধরেন তিনি। দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি দিদিতে পরিণত করার প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অসমবাসীকে দিলেন প্রধানমন্ত্রী দিলেন গ্যারেন্টিও।

Leave A Reply

Your email address will not be published.