দুষ্কৃতীদের গুলিতে নিহত যুবক। মালদহে ফের ছিনতাইয়ের চেষ্টায় বাধা পেয়ে দুষ্কৃতীদের গুলি। বৃহস্পতিবার রাতের ঘটনায় আবারও প্রশ্নে মালদার আইনশৃঙ্খলা।
বারবার মালদহে শুটআউট। মালদায় ফের শুট আউটের অভিযোগ। ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ে গিয়ে গুলি চালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজোল থানার রশিদপুর এলাকায়।
চিন্ময়ী বারুই ও প্রসেনজিৎ মোদী ২ জন গাজোলের আলাল এলাকায় একটি মদের দোকানের কর্মী।
বৃহস্পতিবার রাতে দোকানের টাকা নিয়ে মালিকের ঘরে যাচ্ছিলেন। অভিযোগ, রশিদপুর এলাকায় ৩ টি বাইকে এসে পথ আটকায় ৬ দুষ্কৃতী।
ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। মোটর সাইকেলের পিছনে বসে থাকা চিন্ময়ী বারুইয়ের পিঠে গুলি লাগে। আহত হন প্রসেনজিৎ। গুলিবিদ্ধ চিন্ময় মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
গত বছরের ডিসেম্বর থেকে একাধিকবার শুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদায়।
২২ ডিসেম্বর ইংলিশবাজারে সুস্তানি মোড়ে দুপুরে শুটআউট
২৫ ডিসেম্বর চাঁচলে সোনার দোকানে ডাকাতির পর শুটআউট
২৬ ডিসেম্বর কালিয়াচকে শুটআউট
২৮ জানুয়ারি হরিশ্চন্দ্রপুরের পশ্চিম বেলসুরে শুটআউট
বারবার মালদায় শুটআউটের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার রাতে গুলিকাণ্ডের তদন্তে রয়েছে গাজোল থানার পুলিশ। আতঙ্কে মালদাবাসী।