আর কিছুক্ষণ পরই পেশ হবে অন্তর্বর্তীকালীন বাজেট। তার আগেই অর্থ মন্ত্রকে এসে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পত্র নিয়ে তিনি পৌঁছন। এখানে বাজেট ফোটোসেশন করেন। ১১টায় বাজেট ভাষণ শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
লক্ষ্মীবারে শেষ বাজেট দ্বিতীয় মোদী সরকারের। ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন সীতারামন। লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট। জনগণের মন পেতে ভোট অন অ্যাকাউন্টে কল্পতরু হবে মোদী সরকার? নির্মলার লাল কিতাবে মন ভরবে আমজনতার ? কমবে করের বোঝা? গৃহঋণে কমবে সুদ? নজর গোটা দেশের।
কৃষি থেকে শিল্প। শিক্ষা থেকে স্বাস্থ্য। অন্তর্বর্তী বাজেটে মহিলা, তরুণ, গরিব, কৃষকদের জন্য কী উপহার? কর্মসংস্থানের নয়া দিশা দেখাতে পারবেন নির্মলা? দেবেন রোজগারির আরও সুযোগ? নজর আম ভারতের। অন্তর্বর্তী বাজেটে কোন প্রকল্পে ভোটের অঙ্ক কষবে মোদী সরকার? বাজেটে বিকাশের স্বপ্ন? আরও সংস্কারের বার্তা? প্রতিরক্ষায় বাড়বে বরাদ্দ? রেলের জন্যই বা কী উপহার? সবটাই থাকবে নজরে।
রেল বাজেট নিয়েও প্রত্যাশী বাংলা। কলকাতায় মেট্রো রেলের বরাদ্দ কি বাড়বে? বাংলায় কি নতুন কোনও রেলপথের ঘোষণা হবে? অন্তর্বর্তী রেল বাজেট নিয়ে উৎসাহ বাড়ছে মানুষের। ভোটের বছরে বিভিন্ন রাজ্যের রেল প্রকল্পগুলিতে বাড়তি বরাদ্দ মিলতে পারে বলে অনুমান। বাংলায় মেট্রোরেলের বরাদ্দ বাড়ে কিনা তা নিয়ে কৌতুহল হয়েছে।