ব্যারাকপুরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোমবার দুপুরে মিছিল ছিল বিজেপির। মাঝপথেই পথ আটকায় পুলিশ। তখনই ধুন্ধুমার।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা। বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশি নির্যাতন, মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদেও ছিল এই কর্মসূচি। ব্যারাকপুর রেল স্টেশন থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় হয়ে মিছিলের পথ ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসের অভিমুখে। কিন্তু ব্যারাকপুরের লালকুঠির কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেডও ভাঙার চেষ্টা করেন বিজেপির কর্মী ও সমর্থকরা।
পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছে যায়, যে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কড়া পদক্ষেপ করে পুলিশও। জলকামান ব্যবহার করে, লাঠি উঁচিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ভিড়ের মধ্যে থেকে ইটবৃষ্টিও শুরু হয়। উড়ে আসে পাল্টা ইটও। রাস্তার উপর পড়ে রয়েছে বড় বড় পাথরের টুকরো। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কার্যত রণক্ষেত্রের চেহারা তৈরি হয়ে লালকুঠি এলাকায়।
গোটা ঘটনায় আহত হয়ে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের। আক্রান্ত সুকান্ত মজুমদারও। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার।