কতটা নিষ্ঠুর হতে পারেন একজন মা! ৪ বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে খুন। শুধু সন্তানকে খুনই নয়, আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বেঙ্গালুরুর স্টার্টআপের CEO সূচনা শেঠ। চার বছরের পুত্রসন্তানকে খুনের ঘটনার তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূচনার সন্তানের দেহটি ময়নাতদন্তের জন্য কর্নাটকের হিরিউর হাসপাতালে পাঠিয়েছিল। ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক কুমার নায়েক সংবাদমাধ্যমে জানিয়েছেন, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশের অনুমান, গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টে বালিশ চাপা দিয়েই নিজের ছেলেকে খুন করেন সূচনা।
তদন্তের অগ্রগতিতে প্রকাশ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের অনুমান, অনেক দিন আগেই সন্তানকে খুন করার পরিকল্পনা করেছিলেন সূচনা। গোয়া পুলিশ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্ট থেকে কাফ সিরাপের একাধিক খালি শিশি মিলেছে। পুলিশের অনুমান, সন্তানকে প্রচুর পরিমাণে ওষুধ খাওয়াতেন সূচনা।
ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বালিশ বা কাপড় দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করা হয়েছে। খুনের পর দেহ সুটকেসে ভরে ট্যাক্সি ধরে দেহ বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে মাঝপথেই পুলিশ তাঁকে ধরে ফেলে। ময়নাতদন্তের রিপোর্টে কোনও ধস্তাধস্তির প্রমাণ মেলেনি। পুলিশ মনে করছে, খুনের আগে প্রচুর ওষুধ খাইয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে ফেলেছিলেন সূচনা। তার পর বালিশ বা কাপড় দিয়ে চেপে ধরেন তার মুখ।
পুলিশের জেরায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সূচনা। তিনি জানিয়েছেন, তিনি ঘুম থেকে উঠে দেখেন, শিশুটি মারা গিয়েছে। তবে ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।