পিকনিক করতে গিয়ে প্রাণ হারালেন ১২ জন

0 86

নিউজ ডেস্ক, ৩ জানুয়াারী : বছরের শুরুতেই ভয়ংকর দুর্ঘটনা অসমে। পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২ জন। মৃতদের মধ্যে রয়েছে ৩টি শিশুও। বুধবার ভোর ৫টা নাগাদ দেরগাঁওয়ের বালিজানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের আবহ গোটা রাজ্য জুড়ে।

দেরগাঁওয়ের এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্ঘটনায় মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেবার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মৃতদের পরিবারদের গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাও। দুর্ঘটনায় নিহতদের আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি আহতদের আশু আরোগ্য কামনা করেছেন তিনি।

গোলাঘাটের আঠখেলীয়া ভরলুয়া গ্রামের পাড়া-প্রতিবেশিরা মিলে একসঙ্গে পিকনিক করতে যাচ্ছিলেন। গন্তব্যস্থল ছিল তিনসুকিয়ার টিলিঙা মন্দির। বুধবার ভোর ৫টা নাগাদ অসমের দেরগাঁওয়ের বালিজানে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাস। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ১০ জন যাত্রী, হাসপাতালে মারা যান আরও ২ জন। মৃত ১২ জনের মধ্যে ৫ জন একই পরিবারের।

গুরুতর জখম ২৭ জনকে পাঠানো হয় যোরহাট মেডিক্যাল কলেজে। আহতদের মধ্যে ২ জন পরে মারা যান। মৃতদের মধ্যে ৩ টি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার ভোর ৫টা নাগাদ দেরগাঁওয়ের বালিজানে দুর্ঘটনাটি ঘটে৷ দ্রুত গতিতে ছুটে চলা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি কয়লাবাহী ট্রাকের। মার্ঘেরিটা থেকে আসছিল ট্রাকটি। দুমড়ে-মুচড়ে যায় বাসের একাংশ। দুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে সরিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের যোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.