নিউজ ডেস্ক, ২ ডিসেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রামগঞ্জ। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও অনুভূত হয় কম্পন । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।
শনিবার সকালে বাংলাদেশের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে, শনিবার সকালে লাদাখেও ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, এদিন সকাল ৮টা ২৫ নাগাদ কম্পন অনুভূত হয় স্থানীয়দের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। তবে ভূমিকম্পের জেরে কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি।