নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর : অবশেষে ১৩ বছর পর বিচার মিলল। সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন (Soumya Vishwanathan) খুনে চার জনকে যাবজ্জীবন এবং এক জনকে তিন বছরের কারাদণ্ড দিল দিল্লির আদালত। চার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লি আদালত। দোষীদের মধ্যে রবি কপূর, অমিত শুক্ল, বলজিৎ মালিক এবং অজয় কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অজয় শেট্টি নামে আর এক দোষীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের ব্যাখ্যা, এই মামলাটি বিরলের মধ্যে বিরলতম নয়, তাই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হল না।
আদালত সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে প্রথম চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই অপরাধে সরাসরি জড়িত না থেকে কেবল সাহায্য করার জন্য পঞ্চমজন অর্থাৎ অজয় শেঠিকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়া দিল্লির বসন্ত বিহার এলাকায় খুন হন টেলিভিশন সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন। ১৩ বছর পর অবশেষে তাঁর হত্যা রহস্যের সমাধান হয়। সৌম্যা বিশ্বনাথনকে হত্যর দায়ে ৫ দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত। জিগিষা ঘোষ নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর হত্যার তদন্তে নেমেই সৌম্যা বিশ্বনাথনের হত্যাকারীদের সন্ধান পায় পুলিশ। একজনের হাতের ট্যাটু, একজন পুলিশকর্মীর কাছ থেকে চুরি যাওয়া একটি ওয়্যারলেস সেট এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দুই হত্যা রহস্য সমাধান হয়। জিগিষা ঘোষ হত্যাকাণ্ডে অভিযুক্তরা পুলিশি জেরায় সৌম্য বিশ্বনাথনকে হত্যার কথা স্বীকার করে। তারপর গত সপ্তাহে ৫ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।