মিড ডে মিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

0 21

নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর : মিড ডে মিল নিয়ে উঠেছে দুর্নীতিরও অভিযোগ। এবার কি মিড মিল নিয়েও সিবিআই তদন্ত? ইতিমধ্যেই রাজ্যের একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে ED এবং CBI. এবার সেই তালিকাও যে দীর্ঘায়িত হতে চলেছে মিড ডে মিল তার ইঙ্গিত মিলছে।

শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গে মিড ডে মিলের টাকার অপব্যবহার, অন্য খাতে খরচ করা নিয়ে তদন্ত করতে সিবিআইকে অনুরোধ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শুক্রবার বিকেলেও একই দাবি শুভেন্দুর।

এজেন্সি-রাজনীতির জন্য শুভেন্দুকে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তাঁর পাল্টা জবাব, যে কোনও তদন্তকেই স্বাগত। একই কথা তৃণমূল দলের।

পশ্চিমবঙ্গে মিড ডে মিলে ‘অনিয়ম’-এর অভিযোগ তুলে CBI তদন্তের দাবিতে আগেই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি চিঠিও লিখেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডলে বক্তব্যকে কার্যত সমর্থন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। শুধু তাই নয়, এই বিষয়ে শিক্ষা মন্ত্রক CBI-কে চিঠি দিয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

মিড ডে মিলে অনিয়ম ইস্যুতে পাল্টা জবাব দিয়েছে শাসক দলও।

মিড ডে মিল নিয়ে শুভেন্দু সরব হতেই এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা টুইট করেছেন পিএম পোষণ প্রকল্পে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি কেউ ভুলে যাবেন না অস্বাভাবিক দ্রুততায় জেআরএম রিপোর্ট পেশ হয়েছিল। রাজ্যের এক মাত্র প্রতিনিধি তাতে সইও করেননি। মিড ডে মিলে রাজ্য সরকারের ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে রাজ্য সরকার ১৮ কোটি ৮০ লক্ষ টাকা বাঁচিয়েছে! তবে আমরা যে কোনও তদন্তকেই স্বাগত জানাই।

অর্থাৎ, মিড ডে মিল নিয়েও এবার সরগরম রাজ্য রাজনীতি।

Leave A Reply

Your email address will not be published.