শনিবার দিনভর ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব

0 10

নিউজ ডেস্ক, ১ নভেম্বর : বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে পরিণত হয়েছে। সেই ঘূর্ণিঝড় এবার শক্তি হারাচ্ছে ক্রমশ। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ সাইক্লোনের আকার নিয়ে ক্রমাগত উত্তর-পূর্বের দিকে এগিয়ে গিয়েছিল। বাংলাদেশে আছড়ে পরার কথা ছিল সেই সাইক্লোনের।

তবে শনিবার সকালে আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সেই ঘূর্ণিঝড় আপাতত দুর্বল হয়েছে। পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ত্রিপুরা ও বাংলাদেশের মাঝে অবস্থান করছে সেই গভীর নিম্নচাপ। মৌসম ভবনের তরফে বুলেটিন প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

বাংলায় এই সাইক্লোনের কোনও প্রভাব না পড়লেও, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও অসমে প্রবল বৃষ্টি হয়েছে এর প্রভাবে। শনিবার দিনভর এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। মিজোরামে প্রশাসনের তরফ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। বৃষ্টিতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ত্রিপুরার একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

শনিবারও দিনভর এই মিধিলির প্রভাব থাকবে। মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অসমে ভারী বৃষ্টিপাত চলবে দিনভর। বঙ্গোপসাগরের উপকূলবর্তী অংশে নিম্নচাপের প্রভাব থাকবে। IMD-র পূর্বাভাস মোতাবেক, শনিবার আবহাওয়ার এমনটাই থাকবে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে।

উল্লেখ্য, বাংলাদেশের দিকে যাওয়ার আগে কলকাতার বেশ কাছাকাছি চলে এসেছিল ওই ঘূর্ণিঝড়। শুক্রবার কলকাতা থেকে মাত্র ৩৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল সেই ঝড়। তার প্রভাবে আকাশ কিছুটা মেঘলা ছিল। তবে তেমন বৃষ্টি হয়নি। সর্বাধিক ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে পৌঁছেছিল ওই ঝড়।

Leave A Reply

Your email address will not be published.