নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : চিনের শাংজি প্রদেশের একটি কয়লার কোম্পানিতে ভয়াবহ আগুনের জেরে ২৫ জনের মৃত্যু হল। চিনের শীর্ষ কয়লা উৎপাদনকারী কেন্দ্র শাংজি প্রদেশের কয়লার কোম্পানিতে আগুন লাগে।
বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী ৬.১৫) শাংজি প্রদেশের ওই কয়লার কোম্পানিতে আগুন ধরে যায়। এরপর সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। শাংজি প্রদেশের ওই কয়লার খনিতে আগুনের জেরে তার মধ্যেই ঝলসে মৃত্যু হয় পরপর ২৫ জনের। সেই সঙ্গে ৫১ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। আগুন লাগার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে চীনে ভয়াবহ দাবানলের ঘটনায় জনগণের ক্ষোভের সৃষ্টি হয়েছিল। গত এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সমালোচনা শুরু হয়।