নিউজ ডেস্ক, ১১ নভেম্বর : দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে দীপাবলির প্রস্তুতি। তবে তারই মধ্যে অভিনব উদ্যোগ উত্তর প্রদেশ সরকারের। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর দীপোৎসবের আয়োজন করেন উত্তরপ্রদেশ সরকার। এবারও সেজে উঠছে অযোধ্যা। ২৪ লক্ষ প্রদীপে সাজছে ‘রাম জন্মভূমি’। যার ফলেই বিশ্ব রেকর্ডের পথে এগোচ্ছে উত্তরপ্রদেশ সরকার।
অযোধ্যায় আজ দীপোৎসব। দীপাবলি উপলক্ষে অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে। ‘লেজ়ার লাইট’ থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন বাল্ব, অযোধ্যার আলোকসজ্জা নজর কাড়তে বাধ্য। শনিবার, দীপাবলির আগের রাতে শহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামায়ণ অনুসারে, লঙ্কা জয়ের পর এই দিনেই সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র, সঙ্গী ছিলেন ভাই লক্ষণ। ১৪ বছরের বনবাস শেষে রাম, সীতা এবং লক্ষ্মণের অযোধ্যায় ফিরে আসার ঘটনার পুনর্নিমাণ করা হবে সেই অনুষ্ঠানে। রাম-সীতার সাজে শিল্পীদের বরণ করে নিতে সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার রাতে সরযূ নদীর তীরে জ্বলে উঠবে ২৪ লক্ষ মাটির প্রদীপ। যা নজির গড়তে চলেছে গোটা বিশ্বে। গত বছর দীপাবলির আগে ১৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়। তবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এ বছর দীপাবলির জাঁকজমকে অযোধ্যা আগের সব নজিরকে ছাপিয়ে যাবে। এটি হবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। দীপাবলিতে ৫১ টি ঘাটকেও আলোর মালায় সাজিয়ে তোলা হবে। দুপুর ৩ টে নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানের সূচনা করেছেন।