নিউজ ডেস্ক, ৩ নভেম্বর : ভারত সফরে এলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। শুক্রবার অসম থেকে শুরু হল তাঁর ভারত সফর। ৩-১০ নভেম্বর ভারত সফরে থাকবেন। তিনি আট দিনের এই ভারত সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
শুক্রবার অসমের বিমানবন্দরে পৌঁছনোর পর বরঝার বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে (Jigme Khesar Namgyel Wangchuck) স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ছাড়াও বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার কয়েকজন সদস্য।
গুয়াহাটিতে নেমেই ভুটানের রাজা সোজা চলে যান কামাখ্যা মন্দিরে। শনিবার তিনি যাবেন কাজিরাঙায়। ভুটান সরকারের বেশ কয়েকজন ঊর্দ্ধতন কর্তাও এসেছেন রাজার সঙ্গে।
সফরকালে রাজা দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১০ নভেম্বর শেষ হওয়া এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শংকর ও বিদেশমন্ত্রকের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদোর সঙ্গে বৈঠক করবেন তিনি।
তিনি অসম ও মহারাষ্ট্রও সফর করবেন। সফরকালে দ্বিপাক্ষিক বৈঠক হবে দু’দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য।