উত্তর-পূর্ব রেলের মুকুটে নয়া পালক

0 10

নিউজ ডেস্ক, ১ নভেম্বর : উত্তর-পূর্ব রেলের মুকুটে নয়া পালক। রেলপথে বাংলাদেশের সাথে সংযুক্ত হল প্রান্তিক রাজ্য ত্রিপুরা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগরতলা-আখাউড়া রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভার্চুয়াল মাধ্যমে খুলনার ফুলতলা থেকে মঙ্গলা বন্দর সংযোগকারী রেললাইন, আখাউড়া সীমান্ত থেকে আগরতলা রেললাইন এবং বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ প্রকল্প ‘মৈত্রী’র দু’নম্বর ইউনিটের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

রেলপথে বাংলাদেশের সাথে সংযুক্ত হল ত্রিপুরা। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আগরতলা-আখাউরা রেলপথের। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এক সাংবাদিক বৈঠকে জানান, ত্রিপুরা রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মধ্যে নিশ্চিন্তপুর ও গঙ্গাসাগর রেল স্টেশনের মাধ্যমে রেলপথে যোগাযোগ স্থাপন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এই নতুন রেল যোগাযোগের মাধ্যমে উত্তর-পূর্বের প্রবেশ দ্বারে পরিণত হতে যাচ্ছে ত্রিপুরা। আগরতলা- আখাউড়া রেলপথ কমিয়ে দিল কলকাতা-আগরতলার দূরত্বও।

Leave A Reply

Your email address will not be published.