নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর : অভিশপ্ত ৩০ অক্টোবর। অসমের ইতিহাসে একটি কালো দিন। ফিরে এলো অসমের জনজীবনের সেই কালো দিনটি। ২০০৮ সালের ৩০ অক্টোবর, সমগ্র রাজ্য জুড়ে ধারাবাহিক বিস্ফোরণে ৮৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৫০০ জন।
জঙ্গিদের হত্যালীলা অসমে। এনডিএফবি-র নির্বিচার হত্যালীলায় আহত হয়েছিলেন ৫০০ মানুষ। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে পড়েন। বহু পরিবার আজও দেড় দশকের পুরনো সেই ভয়ানক ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। অভিশপ্ত দিনটির কথা ভাবলেই বুক কেঁপে ওঠে ভুক্তভোগীদের।
উল্লেখ্য যে, গণেশগুরি, পানবাজার, কাছাড়ি, বরপেটা, কোকরাঝাড় ও বঙ্গাইগাঁওয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের (NDFB) প্রতিষ্ঠাতা রঞ্জন দইমারি এই ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন।
ধারাবাহিক বিস্ফোরণের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
২০০৮ সালে অসমে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সাল থেকে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।