ফের রাজধানীর যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ

0 17

নিউজ ডেস্ক, ৩ অক্টোবর : আজ তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে, মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ চলার কথা।

এরপর কৃষি ভবন অভিযান। সন্ধে ৬টায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতির সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল। তার আগেই এমজিনারেগা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী।    

১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলার প্রাপ্য আদায়ে দিল্লিতে দু’দিন ধরে কর্মসূচি নিয়েছে বাংলার শাসকদল তৃণমূল। সোমবার গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। সেই কর্মসূচি শেষে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাত বাধে তৃণমূল নেতৃত্বের। আজ, মঙ্গলবার যদি ফের তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা। তবে একইসঙ্গে তিনি ফের চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, যদি কর্মসূচিতে যোগ দিতে আসা কোনও জব কার্ড হোল্ডার আক্রান্ত হন তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করছে তাদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে। তাই দুপুর ১টায় দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের কর্মসূচি শুরু হওয়ার আগেই দিল্লি পুলিশ ও RAF দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। ফ্লেক্স টাঙিয়ে এলাকায় ১৪৪ ধারা জারি থাকার সতর্কবার্তা দিল্লি পুলিশের।

Leave A Reply

Your email address will not be published.