নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :২৭ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে উদযাপন করা হয়। এর অংশ হিসেবে বুধবার আগরতলায় এক আয়োজন করা হয় পদযাত্রার । বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত হয় পদযাত্রা। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা। এই পদযাত্রার সূচনা করেন রাজ্য সরকারের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পদযাত্রায় শামিল হয়েছিলেন এতে বিভিন্ন শ্রেণীর মানুষ। পদযাত্রার পাশাপাশি সাইকেল নিয়েও অনেকে অংশগ্রহণ করেন। সঙ্গে ঢোল সহ অন্যান্য বাদ্যযন্ত্র ছিল। পদযাত্রা শুরুর আগে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন ।
ত্রিপুরার অর্থনীতিতে পর্যটনের এক উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরার পর্যটনের ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন পাশাপাশি রাজ্যের ও দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে জনসাধারণকে অবহিত করাই এই ঐতিহ্য পদযাত্রার মূল উদ্দেশ্য।
পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ইউ কে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তাসহ অন্যান্যরা। এই পদযাত্রাটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে হেরিটেজ পার্ক গিয়ে শেষ হয়।