নিউজ ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতল ভারত। এবার অশ্বারোহণের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। এরমধ্যে অনুশ আগরওয়াল বাংলার ছেলে। সোমবার বাংলার তিতাস সাধু, রিচা ঘোষের হাত ধরে সোনা জিতেছিল ভারত।
মঙ্গলবার সেইলরে ভারতের নেহা ঠাকুর রুপো জিতলেন। এশিয়ান গেমসে সেইলিংয়ে পদক জিতলেন তিনি। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। এ বারের এশিয়ান গেমসে সেইলিংয়ে প্রথম পদক এনে দিয়েছেন তিনিই। পরে ইবাদ আলি ব্রোঞ্জ জেতেন।
এশিয়ান গেমসের মূল ইভেন্টের তিনদিন হয়ে গিয়েছে। তিনদিনই ভারতের জয়জয়কার। প্রথম দিনে এসেছে পাঁচটা পদক। আর দ্বিতীয় দিনে এল ৬টা পদক। তৃতীয় দিনে এখনও ভারতের ঝুলিতে এসেছে তিনটি পদক। সব মিলিয়ে ২০২৩ চলতি এশিয়া গেমসে এখনও পর্যন্ত ১৪টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে ভারতের ৩টি সোনা, ৪টি রুপো, ৭টি ব্রোঞ্জ- মোট ১৪টি পদক।