নিউজ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : মণিপুরে ইন্টারনেট পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নিল রাজ্য সরকার। শনিবার থেকে পুরোপুরিভাবে চালু হল ইন্টারনেট পরিষেবা। ১৪২ দিন পরে চালু হল ইন্টারনেট পরিষেবা। গত সাড়ে ৪ মাস থেকে গোষ্ঠীহিংসায় জর্জরিত রয়েছে মণিপুর। এরই মধ্যে মণিপুর সরকার আজ থেকে ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা করেছেন।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং শনিবার ঘোষণা করেছেন যে, আজ থেকে রাজ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। গত ৩ মে গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর রাজ্য সরকার সংঘাত-বিধ্বস্ত রাজ্যের কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করেছিল। পরে সরকার আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়। ২৫ জুলাই মণিপুরে ব্রডব্যান্ড পরিষেবাগুলি নির্দিষ্ট শর্তাবলী এবং ব্যবহারকারীদের দ্বারা স্বাক্ষর করার একটি অঙ্গীকারের সঙ্গে পুনরায় চালু করা হয়েছিল।
সরকার ২২ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের মধ্যে রাজ্য জুড়ে যে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কাছে থাকা সমস্ত অবৈধ অস্ত্র সমর্পণের আবেদন করার একদিন পরেই মুখ্যমন্ত্রী এ ঘোষণাটি করেন। সীমান্তে পারাপার রুখতে কাঁটাতারের বেড়া দেবার জন্য কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
মে মাসে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং সংখ্যালঘু কুকি উপজাতির মধ্যে জাতিগত সংঘাত বৃদ্ধির প্রতিক্রিয়ায় রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ করেছিল।
জাতিগত সংঘাতে এখন পর্যন্ত রাজ্যে ১৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে সহস্রাধিক। ভিটে ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। চার মাস পুরনো সঙ্কটের সময় ৪,৭৮৬টি বাড়ি ও ৩৮৬টি ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনাসহ ৫,১৭২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।