নিউজ ডেস্ক, ২২ সেপ্টেম্বর : রাহুলকে ‘রাজনৈতিক ক্যাটাগরিতে’ পুরস্কৃত করল বিজেপি। গতকাল থেকে রাহুলের মাথায় লাগেজ বহন করার দৃশ্য নেট পাড়ায় ভাইরাল হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নতুন করে আক্রমণ ভারতীয় জনতা পার্টির। শুক্রবার একটি কাল্পনিক পুরষ্কার শোতে ওয়ানাডের সাংসদকে “রাজনৈতিক নাটক বিভাগে” “সেরা সবচেয়ে খারাপ অভিনেতা” হিসাবে ঘোষণা করেছে।
দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে লাল রঙের ‘কুলি’ শার্ট ও হাতে ব্যাজ বেঁধে কংগ্রেস নেতাকে দেখা যাওয়ার একদিন পর গেরুয়া শিবিরের এই মন্তব্য আসে।
বৃহস্পতিবার ট্রেন স্টেশন পরিদর্শনের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির ব্যঙ্গাত্মক আক্রমণ আসে। লাল ‘কুলি’ শার্ট পরা কংগ্রেস নেতাকে মাথায় লাগেজ তুলতেও দেখা গেছে।
অমিতাভ বচ্চনের ১৯৮৩ সালের ‘কুলি’ সিনেমার পোস্টারে রাহুলের মুখের নকল করে বিজেপি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে যে কংগ্রেস নেতার নতুন স্টান্টটি আবারও ফ্লপ হয়েছে। কিন্তু এই রাজনৈতিক নাটকের সবচেয়ে বাজে অভিনেতার পুরস্কার নিঃসন্দেহে তার হাতেই যায়।
উল্লেখ্য, বিজেপি রাহুলের কুলি পোস্টার প্রকাশ করেছে, যেখানে লেখা ছিল, ‘গান্ধী পরিবারের কুলি’। পরিচালনা ও অভিনয় করেছেন রাহুল গান্ধী। পোস্টারে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা নিজের মাথায় দুর্নীতি ও বংশবাদের ভার তুলে নিয়ে বলছেন, ‘আমার শুধু একটি প্ল্যাটফর্ম দরকার।